---ভাবনার আঁকিবুঁকি


ভাবনা চলে কার ইশারায়?
না কি ঘুরে?
ইচ্ছে ঘুড়ির মতো তার পথে পথে
কেউ থাকে না; মুক্ত স্বাধীন বটে।
তাই তো ভাবনা ভাবায় কত শত?
বিচিত্র আঁটা আঁটি; চলতে পথে যেই ভাবা
এমনি দাঁড়িয়ে ভাবনা কষে!


ধারা পাতায় নামতা সেতার তারে রং সাধে
ধরে সদল বলে; দুঃখ পেলে উহু, হ্যাঁ
সুবোধ ভাবনায় স্বপ্ন বুনে, ঝরা পাতার আমলকি বন
বাতাস নাচে ভাবনা ঠেলে!


ভাবনা থাকে মন পাঁজরে
মনের আত্মজা বুনে কথার ভাঁজে, দৃশ্যপট আঁকে
ভাবনা মনের, মেঘ বৃষ্টি!
যখন ঝরে,ঝর ঝর অনাসৃষ্টি
পালিয়ে বেড়ায় খরায় পোড়ায়;
অবিরত উচ্ছ্বাসে উড়ে বেড়ায়
দিক হতে দিগন্তে সীমানা ডিঙ্গিয়ে
মন যাতনায় ভাবনা ফিরে!
ভাবনার লাগাম মনের হাতে
মন শুধাইলে ভাবনা কয়; আদি অন্ত
অমানিশায়!


১৪২৫/অগ্রহায়ণ/হেমন্তকাল।