______এই অধমের সঙ্কট কাল


জন্ম মম তুচ্ছ অতি,
হেলায় ফেলায় যায় বেলা; কি সে মাপন সে তার?
মুক্তির নেশায় নিত্য ভাবনা।


ভাবনার সে তো নেই মাথা, আগা
শেষ শুরু কেমনে জপিবে বল; নেই যে দিশা নাই জানা?
কর্ম করেই কি সর্বহারা?


সর্বহারা নিঃস্ব অতি,
পথের সম্বল নাই কড়ি: দিন রাত্রি শুধু কি খেটে মরা?
কোথায় গেলে পাই সেই কড়ি আনা?
কড়ি আনাই যদি হবে সব,
কর্ম দিয়ে ক্ষুধা যাপন; মানব জনম তবে কি মিছে ফল?
আনা কড়ির শুদ্ধ মূল্য কর্মফল।


কর্মফল মিলে মানব জনম, পণ্য গিলে
পাপ-পণ্য খতিয়ান হিসাব; সে কি যোগ বিয়োগের মাত্রা গুণে?
জীবন ব্যপি কর্ম ফলের হিসাব কষে।


হিসাব কষে শূন্য মিলে
শূন্য মিলে কর্ম ফলে; তবে কিসে মুক্তি মিলে?
এই অধমের সঙ্কট কাল।


১৪২৭/ ফাল্গুন/ বসন্ত কাল।