____মানুষ হওয়া


পিতামহের বার্তা গুলো যত সব চুইয়ে চুইয়ে
ঝরে কালের গায়; মানুষ হবে বলে কর্তা পুঁথি কয়।
বয়স বাড়ে শরীর বাড়ে মানুষ হওয়ার প্রঙ্গা বাড়ে
দেহের ক্ষুধা মনের ক্ষুধায় স্বপ্ন জয়ের চিতা জ্বলে।
ক্ষুধায় ক্ষুধায় তৃঞ্চা বাড়ে স্বজন গুলো ঘিরে ধরে
মানুষ হওয়ার নৈতিকতা বাঁশ বাগানে জানাক জ্বলে।
বয়স বাড়ে শরীর বাড়ে মানুষ হওয়ার শঙ্কা বাড়ে
আদি অন্ত না জেনে ডুবসাঁতারে ভ্রম তন্দ্রায় পুড়ে।
বয়স বাড়ে শরীর বাড়ে  যৌবন কলায় স্বপ্ন উড়ে
পাপপূণ্যের বেশুমার হিসাব মানব বুদ্ধির হিসাব কষে।
বয়স বাড়ে শরীর বাড়ে পাপপূন্যের দিশা বাড়ে
কোথায় কখন পাপ মুচনের দায়ে সদাই মন কাঁদে।


বয়স বাড়ে শরীর বাড়ে চোখের মনির ছানি বাড়ে
ধীরে ধীরে যায় ক্ষয়ে যৌবন লুকায় বৃদ্ধ বলয়ে।


মানব বলয়;
কথাটা বেশ খটকা বৃত্তের মতো বেশ আঁটো সাঁটো
ধর, বেলুনে রইছি আমি নিজে, বৃত্তের সদা টানে
এদিক ওদিক হাৎড়ালে যাই ঘেঁসে গড়িয়ে গড়িয়ে
একটু গেলাম বেঁকে একটু খানিক কৌণিক বেঁকে
একটু উঁচুতে কিংবা পা বাড়িয়ে দিলাম এদিক ওদিক
এমনি করে গড়িয়ে গড়িয়ে মানব বলয়ে রই পড়ে।
বেলুন ঠুসের মতো আত্মা বুনে যাই উড়ে
সসীম শুন্যতায় সদা মালিকের আত্মার কারাগারে।


১৪২৮/আশ্বিন/ শরতকাল।