আজ আমার মন খারাপ


কবিতারা নিত‌্য উড়ে
কইতরের ঝাঁকে ভোরের শুভ্র আলোয়
সোহাগী নৃত্যে ডিগবাজি দেয়
সোনালি দিনের প্রত্যাশায়।
সাদা বেনিয়া মেঘের
নীল ছুঁয়ে নির্মল বাতাস যেই
মৃদু মন্দ দ্যোতি ছড়ায়, কবিতার গায়ে লাগে; কালের ছাপ
কালে কালে কালের মিথ বুনে য়ায়।


কবিতা হয়ে উঠে রত্নদ্বীপ
ওরা আর মুর্চ্ছা যায় না; ওরা আর বেদনায় কাঁদে না
ওরা আর চোখে জল ফেলে না; ওরা আর কষ্টে উষ্মা প্রকাশ করে না
ওদের বাসনা, ইচ্ছা, লোভ, সব মণিমানিক্য গ্রাস করে।
রত্ন আঁধারে যৌবন যায় ভেসে
কবিতার পালঙ্কে কঙ্কালের সহবাস; রত্ন আঁধারে যৌবন
সীমাহীন সুখের রসদে মুক্তি বিনে গলে ঝুলে মুক্তার মালা।


একদিন ভেসে এল ঐ দ্বীপে
শঙ্খচিলের খসে পড়া পালক; কবিতারা উঠল জেগে
আড়মোরা ভেঙ্গে লোভের, নেশার, চাতাল ফুঁড়ে
কোনঠে বাহে; আজ আমার মন খারাপ।


২০ ফাল্গুন/বসন্তকাল/১৪২৪