পথিক স্বজন


পথে ভাবে পথিক;
অনন্ত লয় জেনেও পথ চলে
পথিক স্বজন!


উল্টো দিকে তাকায় আঁড় চোখে পথিক
ঢলে পরা বেলায়; দিনের মাত্রা বুঝে নিতে
আর কত দূর পথ?
নামবে সন্ধ্যা।
এলো মেলো বাসন্তীকা মেঘ
উঁঁকি দিয়ে যায় ভাটির আকাশে
শঙ্খচিলের শরীরে রৌদ্র ছুঁয়েছে
আলো ছায়ার খেলা চলে
প্রেম বিরহ পোড়া; অসীম শুন্যের মাঝে
খচিত পালকে
চকমকি আলো ঠিকরে পরে
কিয়দকালে মিলিয়ে গেল
অমানিশার আঁধারে।


দিন অবসানের মাত্রা গুনে গুনে
ক্ষণে ক্ষনে ফুরায় কালের আঁধার
যেখানে শুন্য হতে শুণ্যে
হারিয়ে যায় ফুরিয়ে যায় আজন্মের তরে
পথিকের মিছে পথ হাটা;
ভাবনার অসারতা আত্মমগন করে
আঁধার গভীরে ডুবে যেতে যেতে
পথ না পায় শুন্য ভূমে!


১৪২৪/১৪ ফাল্গুন/বসন্তকাল।