বুঝিতে বুঝিতে ক্ষয়ে যায়


দিনে দিনে আমার আমিত্ব
যাচ্ছে মিইয়ে, পথের ধুলো মতো
আবার বৃষ্টি জলে যাচ্ছে ক্ষয়ে; সনাতন নিয়মে
নতুন নতুন পরিভাবায় টুটে যায় নিত্য
জলের গায়ে বৃষ্টির ফোটার মতো মিইয়ে যায়।


পাপ পূণ্য যাপিত কালের নিত্য সঙ্গ
বুঝিতে বুঝিতে ক্ষয়ে যায়; শুন্য থলি
তলানিতে সর্বনাশের চিহ্ন রয়ে য়ায়
মিইয়ে যায় সনাতন রশির টানে
তার টান ধরে জোয়ার ভাটার; উজানে খেয়ামাঝি
শক্ত দাঁরে বৈঠা ধরে ভাটার আগে ফিরবার তরে।


তীরে ফিরে
আবার ফিরবার সঙ্গ
অপেক্ষায় পথ চেয়ে রয় পথিক,
ভাটির অঙ্গে সিধেছে তার পথের দিশা
ভানুমতির মেঘের অঙ্গে বহু রুপের জঙ্ঘা
খসে পরে তার রুপঅঙ্গ;
কামুকি বৃষ্টির নিমিত্তে
মিইয়ে যায়
মিলিয়ে যায়
নিঃস্ব; নিঃসঙ্গ সপ্তবর্ণা।


১৪২৪/০৫,আষাঢ়/বর্ষাকাল।