-------ক্রান্তিকালে বিমর্ষ যাতনা


দক্ষিণ হাওয়া ডাক দিয়ে কয়,
টিয়ার ঠোঁটে বিমর্ষ সুর;
বিভৎস কিছু দেখেছে বুঝি
অভিমানে মুখ ঘুরে, উড়ে গেল দূর বহু দূরে।


শুধায় আকাশ নীল, করোজড়ে মাথা নুয়ে
কি হয়েছে বল না সখা?
ঠোঁটগুলো সব যেন আঠায় আঁটা
কইতে কিছুই মন সায় না দেয়, এ কোন জটিলতা?
উদাস আকাশ বিষন্ন যে
বাতাস টেনে টেনে কয়; মেঘেরে শুধাও
কোন সে বিপন্নতা? থমথমে যে আকাশের প্রাণটা!
সাঁঝ পায় না খুঁজে যে তার খেই।


খেই খুঁজতে আঁধারে নেমে এলো
ক্রান্তিকালের ক্ষয়িষ্ণু খোলস;
যাতনা তাই বিপন্ন দ্রোহে জেগে উঠে
আর কত রক্ত চুষে, আগুনের পরশমনি' মৃত্তিকা হবে?


১৪২৬/আষাঢ়/বর্ষাকাল।