_______এখানে একটা কিছু ছিল?


এখানে একটা কিছু তো ছিল?
সময় ব্যবধানে ঝাপসা হয়ে যায়
ডাইরিটাও পাতায় লেখা; পাতা আর কালির গড়পরতা টানাপড়েন
সময় ক্ষয়ে  হয়ে যায় কাল।


এখানে একটা কিছু ছিল তো বটেই?
মাছ রাঙার ঠোঁটের মতো
জ্বল জ্বলে লাল; সদ্য পুঁটি মাছে দিয়েছে কামড় ঝাঁপ দিয়ে
মাছটি তখনও জীবিত ছিল।


এখানে একটা কিছু ছিল?
সম্মোহনে নেশা ধরা অপেক্ষা! শরতের সাদা মেঘের ভেলার মতো
তুলোর আবিরে ভালোবাসার সর্বনাশ
এখন অতীতের কার্নিশে ঝুলে বিবর্ণতায়।


এখানে একটা কিছু ছিল বলে মনে হয়?
সবুজে আকুল করা গাছ।
ঝিরঝিরে বাতাস নিঃশ্বাসে আদর
বাঁশঝারটা নুইয়ে পড়ে কানি বকের যৌবনের বাহারে
দূরে নীল আকাশ খিলখিলিয়ে হাসে
ঐ মেঘের পরে মেঘ চাতালে।


এখানে একটা কিছু ছিল?
রাত গভীরে সুয়োরাণী দুয়োরাণী।
ঐ দূরে বেহুলা লখিন্দর বিরহ গীত ভেসে আসে; কনকাঞ্জলির তরে
মহুয়া নেশায় মহুয়া বন কাঁদে।


১৪২৮/২২,ভাদ্র/শরত কাল।