______আমার আমি কে


আমার আমি কে
আমি, মুক্তি দিয়েছি সেই তো কবে?
আমার আমিত্বে তাঁকে বাঁধিনি কখনও?


যদিও গহন লাগা বৃত্তে
আমিত্বের মুখাবয়ব! চুপিসারে মুখ লুকায়
যদি কিছু বেরিয়ে আসে প্রত্যাশা বিপন্নতায়
আমার আমিত্বে যতটুকু ছিল বন্ধনী করিডোরে
সেথায় আজ ঘা পড়েছে বিষদ;
লুট হয়ে যাওয়ার ভয়ে ভয়ে
কালের পরতে কাল পেরুলে
বৃত্তের গভীরে অমোঘ ঘ্রাণ ভাসে
প্রাঞ্জল বাসনার নেশা টুটে যায়; নেশায় দিশা
লুকায় সেই তো পলে পলে পাহারায় রয়।


আমারে খুঁজে ফিরে
আমি, আমার নিমিত্তেই রইলাম পড়ে
একা, সেই অনামা একা, একা একা সর্বময়
বায়ু লইয়ে সাথে রই, আমি একা।


১৪২৮/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।