_____অবন্তিকা তুমি


প্রেম নামক,
সোনার হরিণ এর ছায়া চিত্র আঁকতে আঁকতে
মরীচিকার জল রং এ;
আরশিতে ভেসে আসে
কস্তুরী ঘ্রাণ।


পা বাড়িয়ে সর্ষে ফুলে, যত না ঘ্রাণ
মৌমাছির গুঞ্জন জেগে রয় প্রাণ!


তুমি আমির
বিবর্তনের পালা এবার!
নোনা ধরা পলিস্তারের মতো খসে পড়ে যখন
মাধুরী প্রলাপ!
মূর্ছা যায় তখন প্রেম অঙ্গন;
জোড়া শালিকের ঝগড়া
নন্দন পাঁচালী, অবন্তিকা তুমি।


আমি তুমির
সর্বনাশের পালা এবার!
এসছে আঁধার পৌষে কুয়াশার গা চুঁইয়ে মৌনতা
কবে আশ্রয় নিয়েছিল? প্রচ্ছন্ন এক অবয়ব;
সে তো সর্বনামের মধ্যাহ্ন।


১৪২৬/পৌষ/শীত কাল।