______তুমি আসবে বলে এই শ্রাবণ


মেঘের চাতালে মেঘ সাজে
এমন বর্ষায় নদীতে নব যৌবন ফেরা
জোয়ারে ভাটা আলিঙ্গন।


ফেরানো গেল না তোমায়
শত বর্ষায় জলের ভাসান স্রোতনী রূপে ফিরে এলো
ফিরলে না তুমি।


মেঘ, নদী, জল আষাঢ়ে ঢল
বিল ঝিলে ভাসে ঐ ছেড়া পালের নাও
তুমি আসবে বলে এই শ্রাবণে
নাইওর পার্বণ পরবে; তাই তো সজনে ডালে
সবুজ পাতার ঝাঁক,
টুনটুনি নাচে ডালে।


সাদা চুন গায়ে মেখে চালকুমড়া উনুন চালে
ধোয়ার কুণ্ডলী উঠে ভেজা চালে;
তুমি আসবে বলে এই শ্রাবণে।


১৪২৯/আষাঢ়/ বর্ষাকাল।