____তোমার পাদুকা বেলা শেষে


পৌষের ক্ষেতে আগুন
পুড়ে ছাই ধানের ক্ষেতের পরিত্যক্ত আগাছা,
কুন্ডুলি পাকিয়ে উড়ছে ধুঁয়া; আকাশ পানে কুয়াশা ঢাকে
সন্ধ্যাবতির সাঁঝ লালিমা।


সন্ধ্যা তারার তিমির জেগে উঠে ঐ
ঘোর আঁধারে ডুবে পৌষের রাত, বিমর্ষ ঐ সোয়া চাঁন পাখি
পথ ভুলে উড়ে উড়ে
তোমার পাদুকা বেলা শেষে;
বিরহ আঁধার ঘোর
কেঁদে কেঁদে ফিরে।


ভেসে আসে ঐ পথিক যাপন
কনকনে ঠান্ডা কড়া নারে, অনামিকা সেই তুমি
আমলকীর জোছনা কিরণে
ঝরা পাতার মর্মর কুয়াশার আবির ঝরে
স্ফটিক বিন্দুর মৌনতা ঘন;
শীতল পরশ করেছে কাতর
স্বপ্নের দোলাচল।


১৪২৬/পৌষ/শীতকাল।