------------তোমার বিলাসী অন্তর্ধান


আশ্বিনের আকাশ, সাদা মুর্চ্ছনায় মেঘমালা সাজে
যেন অপরাহ্ণে নন্দিনী তুমি!


বিষাদের মেঘ দূরে সরে যায় শূন্য বলয় হতে দূর বহু দূর
কবিতার অঙ্গন জুড়ে এখন শুধু তুমি আর তুমি;
বিরহী আঁচল ছুঁয়ে আছে কত কাল, কে জানে? খেই হারিয়ে ফেলেছে
বিদগ্ধ নাবিক! সাগর গভীরে নিত্য তারই মৃদঙ্গ বাজে।


জলের ব্যবচ্ছেদে! বিন্দু বিন্দু জলরাশি তোমারই গহন লাগা
বিরহ ঘোর আঁটে; যেন সব দিকেই তুমি স্বচ্ছ প্রতিবিম্বে
একলা দাঁড়িয়ে।


যেতে যেতে কালের প্রান্তে তুমি দাঁড়িয়ে
মননে পোড়া বালুরাশির তলে, পিরামিডের স্বপ্ন মৌনতায়
আবেগী গলায় ডাক দিয়ে যায় হিম লাগা সুরে মহুয়া নেশায়
মরীচিকা আঁধারে বিপন্ন এক! তোমার বিলাসী অন্তর্ধান।


১৪২৬/আশ্বিন/ শরৎকাল।