প্রতিদিনের কর্ম ব্যস্ততা সেরে,
কোলাহল থেকে দূরে,
কোথাও একাকী আমি তোমাকে ভুলে,
বিষন্নতায় আনমনে।
কত দিন কত রাত বিরহ ব্যথায়
গুমড়ে গুমড়ে কেঁদেছি,
তবুও আরক্তিম স্বাদ নিতে ঠোঁটে
মনের অজান্তেই তুলে নিয়েছি,
বিষন্নতায় ভরা এক কাপ চা।
তোমার শূন্যতা আমাকে দিয়েছে,
বিষন্ন জীবনের অনাবিল পূর্ণতা।
থরে থরে সাজানো আমার হৃদয়ের
ভালোবাসা তোমাতেই করেছি বিলীন।
আর, আজ আমার একাকীত্বের
সঙ্গী হয়ে পাশে রয়েছে-
বিষন্নতায় ভরা এক কাপ চা।
আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, উদভ্রান্ত
অশান্ত হিয়ায় গেয়ে যাই জয়গান
শুধু তোমারি তরে, বেদনার বালুচরে।
নিজেকে হারিয়ে ফেলেছি সেই কবে,
তোমার ছলনার উল্টোপিঠে আলো জ্বালিয়ে,
এখনতো আমি পোড়া লাশ।
কখনো আলো আঁধারে অতীতের
স্মৃতিগুলো মনে পড়তেই, হাতে নিয়েছি
বিষন্নতায় ভরা এক কাপ চা।
আলেয়াকে ধরতে চলে এসেছি আমি
কত পথ, কত পাহাড়, কত নদী, সাগর।
কত দিন, কত মাস, কত বছর,
জীবনের অবেলায় আজ দাঁড়িয়ে
পুরনো স্মৃতি রোমন্থন করতেই,
হৃদয়টা মরীচিকার মতো জ্বলতে থাকে,
শুধু তোমার শূন্যতায়।
হঠাৎ-ই হাতে তুলে নিই আমি,
বিষন্নতায় ভরা এক কাপ চা।