কত আসা, ভালোবাসা, প্রেম, পথের মাঝেই হলো শেষ,
কত চাওয়া কত পাওয়া বিভাজ্য হয় নিঃশেষ।
কত কষ্ট কত যন্ত্রণা কত নির্মমতা নিয়তির পরিহাস,
কত মৃত্যু কত কান্না কত সুন্দর আগামী কত অভিলাষ।
কারো বাবা, মা, কারো ভাই, বোন, কারো স্বামী কারো প্রিয়তমা,
হয়ে যায় শেষ পথের মাঝেই ,থেকে যায় বুকের মাঝে কষ্ট জমা ।
একটি দূর্ঘটনা, হতে পারে মৃত্যু, কিংবা সারা জীবনের কাঁন্না,
যা কিছুই থাকনা কেন তোমার হীরা, চুনি, পান্না।
তোমার পড়ে রবে সব, তুমি শূন্য তুমি রিক্ত চলে যাবে একা,
দূর্ঘটনা তোমার সব কিছু কেড়ে নিবে, পাবে না কারো দেখা ।