তুমি আকাশের মতো অসিম-
সাগরের মতে গভীর,
তুমি বলাকার মতো মুক্ত
ঝর্নার মতো স্রোতমান,
তুমি খর জৈষ্টে এক পশলা বৃষ্টির মতো ।
তুমি কৃষকের মাঠে ফসলের মতো-
কর্তিকের নবান্নধারা।
তুমি ছোটদের কাছে বর্নমালার মতো
সাজানো একটি কবিতা ।
তুমি লেখকের মতো কল্পমান
কবিতার ছন্দমালা
তুমি শিল্পের মতো সুন্দর
ছবির মতো দৃশ্যমান।
তুমি সংগীতের মতো সুর
সুবাসের মতো মিষ্টি গন্ধ ।
তুমি সাগরের নুরি আর মুক্তার মতো-
অমূল্যবান সম্পদ ।
তুমি সেলুলোয়েড ফিতার মতো-
স্মৃতির অনন্য পাতা
তুমি যে আমার হৃদয়ের-
হাজারো উপমার কথা ।