সবুজে শ্যামলে ফসলে ভরা
      আমাদের এই দেশ,
চারিদিকে তার অপরূপ সমারোহ
      নাম বাংলাদেশ।


নতুন ধানের গন্ধে কৃষকের হাসি
      নবান্নের উৎসবে,
আনন্দে মন নেঁচে চলে মহাসুখে
      অপরূপ বৈভবে।


পাখি ডাকা ভোরে গোধূলি বেলায়
     হয়তো নদীর মোহনায়,
দূর দিগন্তে সবুজের বিশাল বুকে
   উড়ে যাওয়া বকের ছায়ায়।


মন ভেসে যায় অনাবিল প্রান্তরে
       নিঃচুপ নিরাবতায়,
যেখানে যতোদূরেই যাই না কেন
       মন হারিয়ে যায়।


এতো অপরূপ রূপ আমার দেশের
       কোথাও নেই জানি,
আমার মায়ের আঁচল তলে এতো সুখ
        ভুলে যাই গ্লানি।