দেশ তুমি ভালো থেকো
ঠিক যেমন অতীতে,
নিও প্রেম ভালোবাসা
প্রবাসীর মসীতে।


দেশ প্রেম না থাকিলে
মানুষ তারে বলে না,
ভালোবাসা না থাকিলে
কথায় কাজে মিলে না।


আমার দেশের তরে আমি
দিতে পারি জীবন,
দেশের মান রাখতে যদি হয়
আমার অকালে মরন।


এই দেশ এই পতাকা এই সম্মান
লক্ষ বীরের রক্ত,
হতে দেবো না এতটুকু অম্লান
হাল ধরেছি দুহাতে শক্ত।


দেশ আমার বাংলাদেশ
যাবে এগিয়ে,
বাঁধার দেয়াল ভেঙেচূড়ে
পড়বে না পিছিয়ে।