সন্ধ্যা, রাত, তারপর সকাল
উদিত হয় স্বর্ন উজ্জল রৌদ্র কিরণ
যা বর্ষণ করে যায় সমগ্র ধরনীর বুকে ।
ধীরে ধীরে সূর্যের আলো
ছড়িয়ে পড়ে দিগ দিগন্তে ।
গোধূলি বেলা আর মায়া ভরা সন্ধ্যায়
কতো স্মৃতি আজ শিহরণ জাগায় মনে ।
আবার কবে কোথায় কেমন করে
দেখতে পাবো তোমাকে ।
ভাবনার শেষ নাই ।
এ উত্তাপ স্নিগ্ধ মাতাল সন্ধ্যায়
যেন মনের ব্যাথা
বরফের মতো জমাট বাঁধছে ।
শেষ বিকেলের সেই মোহনীয় দিন
আজ কিছুতেই ভুলতে পারছিনা ।
তুমি দূরে ঐ উন্মুক্ত মাঠে
যখন ছুটতে থাকো
কিংবা বিকেলের সোনালী রোদের আলোয়
দাঁড়িয়ে থাকো,একাগ্রচিত্তে কোন নির্জনে ।
হয়তো বা বসন্ত দিনে
বসে থাকো কিছুটা সময়
দক্ষিণা বাতায়নেে ।
এমনি করে ভাবি অনেক কিছু
যে ভাবনার কোন শেষ নাই ।
ভাবনার মাঝেই নিজেকে
নিঃশেষ করে দিতে ইচ্ছে করে ।