আমি একটি পড়ন্ত বিকেলের কথা বলছি-
যে বিকেল ছিলো-শুধুই তোমার আমার
হাসি, আনন্দে, গানে ছিলো মুখরিত,
দুঃখ-কষ্ট, কান্না সব পালিয়েছিলো ।
আমি সেই পড়ন্ত বিকেলের কথা বলছি-
যে বিকেল ছিলো,পাখীর গানে ছন্দলিত
আন্দলিত হয়েছিলো তনুমন,
ঝর্নার সু-মধুর সুরতানে হারিয়ে যেতাম ।
অজস্র প্রেম-ভালোবাসা ছড়ানো-ছিলো
সেদিনের সে পড়ন্ত বিকেল ।
ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে যেত
দূর থেকে বহুদূর, স্বপ্ন ছিলো অন্তরে,
ভালোবাসার স্নিগ্ধ আবেশে
বারবার হয়েছি আবেশিত ।
যে বিকেলে ছিলো, এতো প্রেম
এতো ভালোবাসা, এতো কোলাহল,
এতো সুখ, এতো পূর্ণতা-
কেড়ে নিয়েছিলো আবার-
কোন এক পড়ন্ত বিকেল ।
আমি সেই বিকেলের কথা বলছি
যে বিকেল আজ আমার কাছে বিবর্ণ
যে বিকেল আমাকে করেছে পরিপূর্ণ শূন্যে
হারিয়ে যাওয়া সেই পড়ন্ত বিকেল
বেদনার তীর হয়ে বিদ্ধ করে হৃদয়,
এফোঁড় ওফোঁড় করে চলে যায়
কিন্তু হৃদয়ে থেকে যায়, বিবর্ণ বিকেল ।