কত মৃত্যু, কত রক্ত, কত ধ্বংস
কত ঘর-বাড়ি, আগুনে পুড়ে ছারখার।
কত যুদ্ধ, আর কত নির্মমতা,
কত সুখের সংসার ছিন্নভিন্ন,
বেদনায় গড়াগড়ি, মৃত্যু ওঁৎপেতে
কত স্বপ্ন, কত আশা- নিরাশা
ভূলন্ঠিত, আর্তচিৎকার আর হাহাকার।
কত নারী ধর্ষিত, কত শিশু
মৃত্যুর মিছিলে যোগ প্রতিনিয়ত,
শুধু একটি পতাকার জন্য।
কত বীভৎসতা, কত নিষ্ঠুরতা
কত অন্যায়, কত হায়েনার লোলুপ দৃষ্টি
ছিঁড়ে ছিঁড়ে, টুকরো টুকরো, করে
লাল সবুজ পতাকা,খেয়ে ফেলার জন্য,
কত মিছিল, কত ঝাঁঝালো শ্লোগান
কত প্রতিরোধ, আর কত প্রতিশোধ
কত ঘৃণা, ধিক্কার, কত চোখের জল,
তিল তিল করে মনের শুভ্রকুঞ্জে,
কত অনাগত স্বপ্নের ধানসিঁড়ি
কত ঘুম পাড়ানি গান
ছেলে ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে---
শুধু, একটি পতাকার জন্য।