তুমি এগিয়ে যাও জীবনের পথে
দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে ,অসহায়
নিঃস্ব মানুষের পাশে
প্রতিবাদ করো , ধংস করো অন্যায়কারিকে
আজ যে ছোট্র শিশু ক্ষত-বিক্ষত,
তার নরম কোমল শরির থেকে
গড়িয়ে পড়ছে ফোটা ফোটা রক্ত বিন্দু
তাকে তুমি বলো
পৃথিবীতে বেঁচে থাকার অধিকার
তোমার ও আছে ।
যে নারীটি আজ নির্যাতিত হয়েছে
ধুলায় লুটিয়ে গড়াগড়ি যায়
মৃত্যুকে কাছে পেতে চায়
এক নিমিষে
তাকে তুমি বলো,
স্বাধীনতা তোমারও আছে,
এই আলো বাতাসে বেঁচে থাকার,
আছে অনাগত ভবিষৎ ।
যারা আজ অনাহারে,অর্ধাহারে,ক্ষুধার্ত
শুন্যে গগণের নিচে
জীর্ণ বসনে চেয়ে আছে নিঃপলক
তাকে তুমি বলো,
এই যে শশ্য চারা বড় হয়ে
একদিন ফসল আসবে
খাদ্যে হয়ে ক্ষুধা মিটিয়ে দিবে
তোমরা আর কিছুদিন অপেক্ষা করো ।
আজ যে শিশুটি বাবা মা হারিয়ে
ক্রন্দন করে আকাশ বাতাস
ভারী করে তুলছে
তাকে তুমি বলো,
এই মুক্ত বাতাসে, মুক্ত নীলাম্বরে
বেঁচে থাকার স্বাধীনতা
তোমারও আছে।
তুমি পৃথিবীর সকল নির্যাতিত
নিপীরিত,অসহায় ,ক্ষুধার্ত,
বাসস্থানহীন,বস্ত্রহীন মানুষদের বলো,
তোমাদের জন্যে অপেক্ষা করছে
তোমাদের সুন্দর আগামী।