বিচারক রক্ষক প্রশাসকরা
নয় নিরপেক্ষ স্বাধীন,
তাইতো জনতা অবরুদ্ধ অাজ
অসহায় ওদের অধীন।


শাসনের যাঁতা কলে শোষিত,
আজ অসহায় জনতা।
পথে পথে ঘুরে আমার মা
বলে, এ কোন স্বাধীনতা।


অপরাধীর অট্রহাসিতে আজ,
প্রকম্পিত থর থর।
প্রতিবাদ নেই কন্ঠে কারো
মিথ্যার ধ্বনি মর্মর।


অর্থ আর ক্ষমতার লোভে মত্ত,
অন্ধ জীবন ধারা।
মানবতা আজ ভূলুন্ঠিত
কষ্ট জীবন সাড়া।


স্বাধীনতা আজ হারিয়ে গেছে,
অসহায় পরাধীন।
ন্যায়ের তরে কাঁদি আমি
এখনো ওদের অধীন।