আমি আমার মতো করে ভালোবেসেছি,
হৃদয় নিংড়ানো শ্বাস্বত প্রেম দিয়ে।
হয়তো, তোমার চাওয়ার মতো করে,
পারিনি বলেই তুমি আমাকে,
পরিপূর্ন শূন্য করে চলে গেলে।
সুখের সীমাহীন স্বর্গে,
আর আমি আজ,
মৃত্যুর আর্শিবাদে বেঁচে আছি।
তোমাকে না পাওয়ার যন্ত্রণায়-
যে বুকফাটা আর্তনাদ করে চলেছি,
তুমি তার কতোটুকু জানো?
সকাল,দুপুর গড়িয়ে সন্ধ্যা
তারপর, তিমির অন্ধকার নেমে আসে,
সমস্ত হৃদয় অব্যক্ত বেদনায় তখন
ব্যকুলতার সীমা ছাড়িয়ে যায়।
আমি ভেবে পাইনা,
মাঝে মাঝে তবুও মনে হয়
মনের অজান্তে, এই বুঝি তুমি এলে।
না, আসনি তুমি, আসবে না জানি
এই মোর শূন্য বুকের স্পর্শ নিতে,
শূন্য মোর বাহুডোরে।
তবুও, কতো স্বপ্ন, কতো অভিপ্রায়
বপন করে যাই হৃদয় জমিনে,
তুমি তার কতোটুকু জানো?
এখনো স্বপ্নে দেখি, তোমার হেঁটে যাওয়া,
কালো ব্লাউজ আর শাড়ি পড়ে,
তোমাকে অনুসরণ করে,
বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে
আমিও এগিয়ে যাই।
আমারও অন্তহীন হেঁটে চলা,
কখনো দেখি তোমার পিঠে
জমে আছে গুড়ি গুড়ি বৃষ্টির কণা।
আমি বেসামাল হয়ে যাই
চোখ ফেরাতে পারিনা।
যখন চৈতন্য ফিরে পাই
দেখি শূন্যতা গ্রাস করেছে,
বিষাক্ত অক্টোপাসের মতো।
তুমি এসবের কতোটুকু জানো?