মানুষেরই তো থাকার কথা মানবতা
তাহলে কি আমরা মানুষ নয় ?
অমানুষ হয়ে গেছি--
কিন্তু কেন ? আজ এই নিষ্টুরতা
এই গণ হত্যা, ধর্ষণ, লুটপাট,
আমরা কি তবে মানুষ নই ?
নাকি,এই আধুনিক সভ্য সমাজ ।
যে অস্ত্র ব্যবহার হওয়ার কথা
মানব কল্যাণে ; আজ সেই অস্ত্র
ব্যবহার হচ্ছে অসহায়  
মানুষের বুকে ।
মানবতা কি, তাহলে ভূলুণ্ঠিত
রক্তের বন্যায় নিষ্পেষিত
শোষণের যাতা কলে ?
পৃথিবীতে এমনি কতো অত্যাচারী শাসক
ধ্বংস হয়েছে,হারিয়ে গেছে
কালের গর্ভে ।
মাটি ফুঁড়ে আবার অংকুরিত হয়েছে
সত্য,ন্যায় আর মানবতা,
জেগে উঠবে হয়তো একদিন
মানবতা, মানব কল্যাণে
দশ দিক হবে জয় জয়কার
সেদিন পালিয়ে বেড়াবে অত্যাচারী
জনতার কাঠ গড়ায় দাঁড়িয়ে
প্রায়শ্চিত্ত করার জন্যে
আকুতি জানাবে,
সেদিন হবে না তার কোন ক্ষমা ।
আমরা অপেক্ষা করবো----
যেদিন নতুন সূর্য উঠবে
মেঘ ফুঁড়ে,আলোকিত হবে দশ দিক
মানবতায় ভরে যাবে বিশ্ব
ভালোবাসায় সিক্ত হবে প্রতিটি মানুষ ।