আমি চলে যাবো, তোমার থেকে দূরে
অনেক দূরে,বহুদুরে,নীল আকাশের উপারে,
অসিমের মাঝে নতুন কোন গ্রহান্তরে---
আমি চলে যাবো, নতুন কোন ভুবনে
তোমার থেকে আড়ালে বৃক্ষহীন কাননে
বৃক্ষের সন্ধানে নতুন কোন প্রান্তরে ।
আমি চলে যাবো, সাগরের অতল তলে
বসে রবো বৃষ্টির অপেক্ষায় অনন্তকাল ।
আমি চলে যাবো ,দুর নীলিমায়
তোমার নীলিমা ছেড়ে
হঠাৎ এক সময় রঙধনুর ওপাশে
হয়তো অন্ধকারে ।
আমি চলে যাবো, সাত সাগর তেরো নদীর ওপারে
যেখানে হৃদয় বীণা বাজবে সুরহীন ঝংকারে
সকাল ,দুপুর, সাঝে ।
আমি চলে যাবো, সৌর জগতের গভীরে
অন্ধকারের থেকে আরও অন্ধকারে
যেখানে গ্রহ মৃত পড়ে থাকে ।
আমি চলে যাবো, এর থেকেও দুরে
আরও দুরে, তুমি ডেকোনা ফিরে আর
তোমার অন্তহিন সুখের নীড়ে ।