আমি তোমারেই দেখেছি,
চৈত্রের কোন এক দুপুরে
কল্পনার জগতে,
যে নারীর প্রতিচ্ছবি , অবয়ব আমার হৃদয়ের দেয়ালে
সেটে দেওয়া আছে ।
যাকে শুধু নিজে নিজে অনুভব করা যায়
কল্পনা করা যায় আর ভালোবাসা যায় ।
কিন্তু বাস্তবতায় এর চেয়ে অনেক বেশী তুমি সুন্দর ।
আমি তোমারেই দেখেছি,
আমার হৃদয়ের ক্যানভাসে
স্থির ছবির মতো,
অপরুপা এক প্রতিমা,
কিন্তু বাস্তবতায় এর চেয়ে অনেক বেশী তুমি সুন্দর ।
আমি তোমারেই দেখেছি,
একদিন যবে চেয়ে,
সেদিন আমার হৃদয় দিগন্তে-
ডানা মেলে উড়ে ছিলো পৃথিবীর সব পাখি ,
পৃথিবীর সব ফুল গাছে ফুটেছিল ফুল
আনন্দের ঢেউ উথলে এসে লেগেছিল নদীর কিনারে ,
প্রজাপ্রতিরা দল বেঁধে এসে কি যেন বলেছিলো
আমার কানে কানে-
আমি তোমারেই দেখেছি,
যখন, তখন থেকে
এখন অবধি পৃথিবী থেকে মহাকাশ সর্ব ক্ষেত্র
আমি শুনেছি, ভালোবাসা , ভালোবাসা শুধু ভালোবাসা
কেবলই ভালোবাসা ।
আমি তোমারেই দেখেছি,
স্রষ্টার সৃষ্টির বিস্ময় হিসাবে-
কল্পনায় অবলোকন করেছি
তোমার হৃদয় সাগরে বিলীন হয়েছি,
যখন, আর তখনি আমার মনে হয়েছে-
আমি তোমারেই দেখেছি।
আমি তোমারেই দেখেছি,
কখনো বা গ্রামের মেঠো পথে হয়তো কোন এক সময়
শহরের লোকের ভীরে পথ চলা-
চরণে তোমার সঙ্গীতসম ছন্দ
আকাশে বাতাসে প্রকম্পিত সুরের মূর্ছনা
আমি যতো দুরেই থাকিনা কেন,
তোমার হেঁটে চলা, সুরের মূর্ছনা তরঙ্গ হয়ে-
আমার হৃদয়ে শিহরণ তুলে যায়,
আর তখনি আমার , বার বার মনে হয়
আমি তোমারেই দেখেছি।