চলো গিয়ে বসি
ঐ কৃষ্ণচূড়া তলে,
দেখ না বিমুগ্ধ নয়নে
কে বা কাহারা
লালের বর্ণচ্ছটা
মেখে দিয়েছে ডালে ডালে ।
যেন,সবুজের বুক চিরে
লাল রঙা সূর্যটা
অপলক চোখে তাকিয়ে
দেখছে অবাক বিস্ময়ে,
অতীতের দিন গুলি ভুলে
গিয়েছে কে কোথায় চলে ।
তারই বেদনার সাক্ষী হয়ে
আজও দেখ দাঁড়িয়ে আছে
কেমন করে ?
চলো গিয়ে বসি,
কিছুটা সময় তো কেটে যাবে,
তারপর না হয় ফিরে যাবো
আমাদের আঙিনায়,
তখন হয়তো গোধূলি বেলা
আঙিনার একপাশে দাঁড়িয়ে
আমরা শুনবো দূরে
ঐ বনের ভিতরে
বনো পাখিদের কোলাহল ।