আমি মুক্তিযুদ্ধ দেখিনি,
দেখিনি বায়ান্ন, দেখিনি বুলেটের আঘাতে
এফোঁড় ওফোঁড় করা ক্ষতবিক্ষত লুটিয়ে পড়া যোদ্ধা।
আমি দেখিনি সম্ভ্রম হারানো
কোন নারীর বুকফাটা আর্তনাদ আর গুমড়ে কান্না
ভেসে যাওয়া কিংবা স্তুপকরে রাখা অগনিত লাস।
আমি দেখেছি এই বিংশ শতাব্দীর,
ঘটে যাওয়া নির্মম ঘটনার কতো নির্মমতা-পরিহাস
স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা ।
আমি দেখেছি বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত
নিথর দেহ, বুকফাটা আর্তচিৎকার
এক ভাইয়ের ভাই হারানো -অবুঝ মন।
এক মায়ের ছেলে হারানো পাগলের প্রলাপ।
এক নারীর স্বামী হারানো গুমড়ে কাঁদা
হঠাৎই খেই হারিয়ে ফেলা।
আমি আরও দেখেছি ছোট্টো শিশুর অনর্গল কান্না
পিতা হারানোর- অনাগত আগামী ।
বৃদ্ধ পিতার উঠোনে লুটিয়ে পড়ে গড়াগড়ি
একমাত্র সন্তান হারানোর বেদনায়- পৃথিবীর সব
সুখ সব স্বপ্ন মিছে ,
আজ নিজেকে নিঃশব্দে নিঃশেষ করে দিতে
ইচ্ছে করছে - এ কোন পৃথিবীতে আমরা করছি বাস
পিতার কাঁধে পুত্রের লাস।