তুমি মোর সেই করবী, এ হৃদয় কুঞ্জে প্রস্ফুটিত,
সাধনার তুমি ধ্যানের মনোরাজ্য সদা বিরাজিত ।
স্বর্গ হতে স্বর্গান্তরে মাঠ ঘাট মরু প্রান্তরে ;
গ্রহ হতে গ্রহান্তরে আকাশ বাতাস ঐ তেপান্তরে,
জোস্নায় উদ্ভাসিত , গভীর নিরব নিস্তব্ধতায়
ভ্রূকুটি অন্ধকারে , নিশিতে মুদিত আঁখির তারায় ,
ছিন্ন পাতায় , ভগ্ন হৃদয়ে সদা আঁকি তব ছবি,
সাজাই তোমায় অপরূপ রূপে , তুমিই সেই করবী ।।


তুমি মোর সেই করবী----
আকাশে আমার আজও প্রজ্জলিত যেন রক্ত,রক্ত করবী ,
আমি যেদিকে তাকাই তোমাকেই শুধু দেখতে পাই ,
তুমি বিনা ভূবনে আমার আরতো কিছুই নাই ;
র্নিঝরিনীর জলকেলি মাঝে জলধীর অতল তলে ,
হিমাদ্রির চূড়ে সবুজ শ্যামল শিশির সিক্ত দূর্বাদলে ,
বসন্তে ধরনীর অপরূপ লাবন্যে দখিনা মৃদু সমীরে ,
ব্যথীতের স্বজল নয়ন কোনে ললনার ছলনা তীরে ,
সাগর সৈকতে লীলায়িত তরঙ্গের বুদবুদ মাঝে
রাত্রীর নিবিরঘন আঁধারে সকাল ,দুপুর ,সাঁঝে ,
বিনিদ্রিত আঁখির কাজল কালমনির মনি কোঠায় ;
বেদনাহত হৃদয়ের ব্যথাভরা উত্তপ্ত অশ্রু ফোটায় ,
আবার গভীর আবেগ উচ্ছাসে, রঙ্গিন স্বপন পুরে ,
গায়কের সু-মধুর সুরতানে , নাচিয়ের নৃত্য নায়েরে ,
অপরূপা চির অম্লান প্রদিপ্ত তুমি, সদা হেরি তব ছবি ।।


তুমিই মোর সেই করবী-------
তোমার প্রীতির আঁধারে লুকিয়ে রয়েছে এমন প্রাণ ,
তোমারি অপরূপ সৌন্দর্য মেলায় করিয়া অবগাহন ,
তৃষিত হৃদয় অতৃপ্ত কামনা বাসনা চিরতরে ভূলি ,
দিয়ে অহংকারের জলানঞ্জলী আম্মুখে প্রেমের দুয়ার খুলি ;
তোমারি প্রেম রূপ রস গন্ধে হইয়া ব্যকুল বিমহিত ,
তোমারি অজানা পরশে তাই ক্ষনে ক্ষনে শিহরিত ,
অন্তরে বসি অন্তরের রাণী ঘোষিছো স্বাশ্বত বাণী ,
চির অম্লান প্রেমের স্মৃতি স্মরিয়া মনে বিরহীনি ,
মর্মে মর্মে বিচরে ধরনী আত্মতৃপ্তি লাভে লভিতে ,
একান্ত কাম্যে চির সাধনার অমূল্য রতন বাধ্য বরিতে ,
র্নিদিধায় সহম্য বদনে কন্ঠে পড়িতে কলংক বেড়ী ,
যুগ যুগ ধরি এমনি র্নিলজ্জ বিরহে অনলে পুড়ি ,
জলন্ত অঙ্গার আমি দিগন্ত জুড়ি তব মুরত হেরি ,
অতুলনীয় তুমি গরবিনী পুলকিত পল্লবী ।।
তুমিই মোর সেই করবী-------------