নব বসন্তের দোলায় যখন দোলায়িত মন
ভালোবাসার ঢেউ যখন আছড়ে পড়ছে,
নদীর দু-তীরে ; উত্তাল উদ্বেল ফোয়ারা
গড়িয়ে যাচ্ছে যখন আসে পাশের
অনাবাদি জমিনে, ঠিক তখন ,
আমার হৃদয় কাননে প্রবেশ, প্রেমার্ত চোরের
প্রথমে টের পাইনি , তারপর কিছুদিন
যেতে না যেতেই হাতে নাতে ধরা পড়ে
সেই প্রেমার্ত চোর ।
ততক্ষণে আমার হৃদয় বাগানের সেরা যে ফুল,
আমার মন চুরি করে নিয়েছে ।
তাই ধৃত চোরকে শাস্তি দিতেই বিচারের মুখোমুখি
জীবনের কাঠ গড়ায় একদিকে আমি
অন্য দিকে সেই প্রেমার্ত চোর ।
সর্বচ্চ শাস্তি আর ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায়,
যখন আমি দাঁড়িয়ে আদালতে---
অত ;পর বিচারক আসলেন , বিচার করলেন
রায় শোনালেন-তিনশত দুই দন্ডবিধি অনুযায়ী
আমৃত কারাদন্ডাদেশ দিলেন,
আমার হাতে সোর্পদ করলেন, বলে দিলেন
সারা জীবন কাটাতে হবে আজ থেকে
এক সাথে, অবশেষে আমি সেই
প্রেমার্ত চোরকে পেলাম ।
আশ্বস্ত হলাম ন্যায় বিচার পেয়েছি বলে------।