নীল আকাশের মাঝে--
দূর নীলিমায় ধূসর রঙে
হয়তো কোন এক নিভৃত বি- জনে-
কিংবা তারার মাঝে আর ছায়াপথে।
লাল কৃষ্ণচূড়া ডালে
শরতের শিউলি ফুলে-অথবা
শিশির সিক্ত শীতের কুয়াশায়
আর ফাগুনের শিমুল ডালে
কোকিলের কণ্ঠে
ফসলের মাঠে
মিশে আছো ঝর্না আর কাশফুলের সাথে
চৈত্রের দুপুরে কোন এক বিজন পল্লীতে।
পূর্ণিমা রাতে হয়তো বা
পড়ন্ত বিকেলের গোধূলি লগ্নে
সাগর সৈকতে ঢেউয়ের মাঝে
মিশে আছো আকাশে বাতাসে
ধমনীর শিরা উপশিরায়
প্রেম আর ভালোবাসায়
হাজারো রঙিন ফুলে
মিশে আছো তুমি আমার
পদ্ম পাতার জলে।