তোমার ঘরের চল্লিশ দ্বারে
গরীব প্রতিবেশী,
তাদের ভুলে থাকো ক্যামনে
তুমি দিবানিশি।


অনাহারে থাকে যদি কেউ
দিনে কিংবা রাতে,
একমুঠো ভাত তুলে দিও
তাদের শূন্য পাতে।


এটাই হবে শ্রেষ্ঠ সেবা
করে নাও পণ,
আল্লাহ্ কে পেতে চাইলে
সেবায় দাও মন।


প্রতিবেশীদের ভুলে গেলে
পাবে না জান্নাত,
তারাই হলো বিপদের বন্ধু
দিন অথবা রাত।


ভালোবেসে তাদের তুমি
বুকে টেনে নাও,
তোমার ঘরের একটু খাবার
মুখে তুলে দাও।