কেন, মিথ্যা অভিমান করে
কষ্ট দাও বার বার
যদি কিঞ্চিৎ ভালোবেসে থাকো
তবে ফিরে দেখো একবার ।
আমি এসেছি তোমার
ভেঙে দিতে অভিমান,
আমি তোমারি জন্য যে-
পথ চেয়ে প্রতীক্ষার প্রহর গুনি
তুমি এসো তোমার সমাজ
সংসার ত্যাগ করে,
আমি ফিরিয়ে দেবোনা-
আমার দু-হাত প্রসারিত করে
তোমাকে আপন করে নেবো,
আর মনের মনি কোঠায়
শুভ্র ভালোবাসার নীড়ে
তোমাকেই বানাবো বসতি ।
এখনো কি তোমার অভিমান ভুলে,
বরণ করে নিতে পারনা !
যদি নিঃসঙ্গ সময় চাঁদের আলোয়
তাকাও আকাশের দিকে
তখন দেখিবে তুমি
অসীম আকাশ জুড়ে,আর
চাঁদের আলোয় মিশে আছি
তখনো কি ভাঙবেনা --
তোমার অভিমান ।