আমার দেশের বীর সেনারা,
যুদ্ধ করে দেশের তরে।
স্বাধীনতা যে আনলো ছিনিয়ে,
বাঙালিদের ঘরে ঘরে।


শেখ মুজিবের ডাকে যখন,
যুদ্ধে গেলো দামাল ছেলে।
মৃত্যুর ভয় করলোনা তারা,
সব কিছু পিছনে ফেলে।


শত্রু মুক্ত করে বিজয় নিয়ে,
ফিরবো আবার বাড়িতে।
স্বাধীন করে দেশটাকে মোরা,
ভরবো সবার হাসিতে।


বীর সেনাদল করলো পণ,
নিজের জীবনের তরে।
তাইতো আজকে স্বাধীন দেশে,
ঐ যে মুক্ত পতাকা উড়ে।


লাল সবুজের উড়ে নিশান,
বাংলার প্রতিটি প্রান্তরে।
মুক্তি যুদ্ধের চেতনায় মোরা,
গড়ি দেশ সবার অন্তরে।