কেমন আছো ? তোমার সে চিঠি,
ছবি, ভিউকার্ড, নানা রকম উপহার সামগ্রী ও
শিউলী মালাটা আজ আমার কাছে নেই ।
তবে আমার কোমল হৃদয়ের অনেক গভীরে--
আজো খেলে যায়, বেত্রাবতির এক ঝলক ঢেউ ।
মনে পড়ে,সেই ভর দুপুরের কলকল ছলছল নদী,
একটি কৃষ্ণচূড়া গাছ, দুটি হলদে পাখি ।
সোনালী সকাল, গোধূলী লগ্ন, ধনচে বন,
ধান ক্ষেত, পাট ক্ষেত, আর
অস্তগামী সূর্যের সবিদায় সম্ভাষণ ।
সেই, খেজুর বাগানের পাতানো খেলা
আমার লোমাশ বুকে তোমার মাথা, আর
হাতের আঙ্গুলগুলো বিলি কাটতো--
তোমার দীঘল চুলের গভীরে ।
অনবদ্য পলকে, তোমার লাল অধর ছুঁয়ে যেত--
আমার অধর, শিউরে উঠতে তুমি
লজ্জাবতি লতার মতো ।
তোমার চিরাচরিত,সে সৌন্দর্য্য আজও
এ বুকে বাজে, মনে পড়ে, তোমার
মাথার উপরের এক প্রস্থ উড়না ।
কপালের সবুজ টিপ, ঠোঁঠে গোলাপী লিপিষ্টিক,
পায়ে সাদা হিল, আর--মনে পড়ে,
তোমার কাজল টানা দুটি চোখ,
ছোট নদীর মতো ঢেউ খেলানো বুক,
ছিপছিপে দেহ, চুটুল চকিত চাহনী, শান্ত কন্ঠস্বর,
স্নিগ্ধ অবয়ব, ঠিক যেন-সবুজ মাঠের পান্তরের
-------------------------------স্বপ্নীল নিরবতা ।