আমি আমার অধিকার আদায়ের দাবী নিয়ে এসেছি,
আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধে নেমেছি।
অধিকার চাই বাঁচার অধিকার, রাজপথে মোরা
হাতে রেখে হাত করেছি প্রতিজ্ঞা সবাই আমরা।
বাংলার আকাশ বাংলার বাতাস রাজপথ প্রকম্পিত
চলছে চলবে আন্দোলন, যদিও জীবন হয় অস্তমিত।
জানিয়ে দিব সারা বিশ্বকে করে যাবো ইতিহাস
অধিকার আদায়ে যদি হতে হয় পরিত্যাক্ত লাস।
তবুও মোরা এগিয়ে যাবো, অধিকার আনবো ছিনিয়ে
জয় করে মোরা আসবো বাড়ি চলবো বুক ফুলিয়ে।
হাতিয়ার মোদের মনোবল ঢাল আমাদের ভালোবাসা
অধিকার আমাদের প্রাপ্য, অটুট মনে স্বপ্ন আশা।
জয় আমাদের হবেই হবে, অধিকার আদায় নিশ্চিত
করবো না ভয় লড়াই করেই জবাব দিবো সমুচিত।
ভয় নেই ওরে ভয় নেই চালিয়ে যা তুই তীব্র প্রতিবাদ
অধিকার আদায়ের আন্দোলন, নয় কোন অপরাধ।
দিতেই হবে আমার অধিকার আমাকে ফিরিয়ে
বাঁচার মতো বাঁচবো মোরা বিজয় মালা গলায় দিয়ে।