আবার দেখা হবে- বন্ধু বৈশাখের কোন এক বিকেলে অশুথের তলে ,
খোলা আকাশের নিচে সাগর সৈকতে তীরে আছড়ে পড়া অথই জলে ।
দিগন্ত রবি হারিয়ে যায় ভ্রুকুটি অন্ধকারে মুছে যায় কতো স্মৃতি ,
শুধু কল্পনায় আলপনা মেখে নতুন করে উঁকি দেয় পুরোনো তিথি ।
আবার দেখা হবে- বন্ধু কোন এক বরষায় ভেসে আসা সুরেলা ক্ষণে ,
অথবা মেঘের কান্নার শব্দে কদম কেয়া শেফালীর শিশিরে কলতানে ।
শীতের কুয়াসার শুভ্র বসন পরিহিত প্রকৃতি দেখে যখন সূর্য লুকায় মুখ,
অভিমানে খেলে লুকোচুরি তখন আমার তনুমনে দোল দিয়ে যায় সেই সুখ ।
আবার দেখা হবে- বন্ধু নবান্নে ফসলের গন্ধে কৃষকের আঙিনা মাঝে,
হয়তোবা গোধূলির ক্ষণে রাতের আকাশে বাতাসে সকাল দুপুর সাঁঝে ।
কৃষ্ণচূড়ার ডালে শিমুলের তলে কাশফুল আর শিউলী বকুলের ভীরে,
আবার দেখা হবে মনের মন্দিরে হৃদয়ের গহীনে হয়তো তোমাদেরই নীড়ে ।
আবার দেখা হবে- বন্ধু বিহঙ্গ নীলে অথবা শঙ্খচিলের পাখনার ঝাপটায় ,
আনন্দ হিন্দোলে ভরে যাবে মন চাইবো বাহির পানে কে মোরে আটকায় ।
সুগন্ধ বিলাবো রাশি রাশি ভালোবাসা ছড়াবো অনাবিল ওহে প্রিয় বন্ধু,
যেখানেই থাকিনা হারাই যেথায়, সেথায় মিলে মিশে হবো একই বিন্দু ।