এক ষোড়শীকে আমি দেখেছি
লাল রঙা বসনে
কোন এক পকুরের পাড়ে।
দাঁড়িয়ে ছিল একাকী
পড়ন্ত বিকেলে ।
সুদুর গগণে চাহি -
কল্পনায় অবগাহি
ভাবিতেছে মনে
কি যে বিস্ময় এই গোধূলি
ষোড়শী আরো দেখিতেছে
পাখিরা হারিয়ে যাচ্ছে
ঐ দূরে বনের গভীরে,
যেখানে বসেছে মেলা
হাজারো পাখিদের নীড়ে।
পাখিদের গানে মুখরিত বন
ষোড়শী উদাসিনি
কি করিবে এখন ।
সূর্যটা ডুবে যাচ্ছে ঐ পাশের বাঁশবনে
ষোড়শীও বুঝি চলে যাবে
কোন কাহিনীর ভুবনে
শুধু আমি যাবোনা কোথাও
রয়ে যাবো বাংলার বুকে
দেখিবো আরেক ষোড়শীকে।