তুমি কেন, আজ হঠাৎ বৃষ্টি হয়ে
ভেজালে আমায় এই অবেলায়।
যখন ছিলো হৃদয় আমার,
তপ্ত মরু চাতক পাখির মতো,
ছিলো অহর্নিশ বৃষ্টির আশায়।
সেদিন হয় নিকো বৃষ্টি
হৃদয় আমার করেছে ছটফট।
কিন্তু কেন তুমি, আজ বহুদিন পর
হঠাৎ বৃষ্টি হয়ে
ভেজালে আমায় এই অবেলায়।
যেদিন বৃষ্টির জন্য হাহাকার করে
আর্তনাদ করেছে এই শূন্য হৃদয়,
বৃষ্টির জলে অবগাহন করতে
পাগলের মতো চেয়ে থেকেছে দিগন্ত,
আকুতি জানিয়েছে বারবার।
সেদিন হয় নিকো বৃষ্টি,
হৃদয় আমার করেছে ছটফট
কিন্তু কেন তুমি, আজ বহুদিন পর
হঠাৎ বৃষ্টি হয়ে
ভেজালে আমায় এই অবেলায়।
আমি তো চাইনা আর ভিজতে,
নুয়ে পড়েছে আজ যে লতা টা
হঠাৎ বৃষ্টিতে ভিজে অবেলায়
সে কি ফিরে পাবে তার
হারিয়ে যাওয়া সোনালী দিন
তবে কেন, আজ হঠাৎ বৃষ্টি হয়ে
ভেজালে আমায় এই অবেলায়।