হাসিতে তোমার মুক্তা ঝরে
কাঁদিলে ঝরে বৃষ্টি,
অপরূপ রূপ যে তোমার
অনিদ্য সুন্দর সৃষ্টি।


তোমার হাসিতে মুগ্ধ আমি
রূপেতে আকুল,
প্রেমেতে পাগল হলাম
কথাতে ব্যকুল।


মন আমার খুশিতে হাসে
হৃদয় পাগল পারা,
অপরূপ রূপ হাসি তোমার
ধন্য বসুন্ধরা।


তোমার হাসিতে প্রজাপ্রতি উড়ে
পাখি ডাকে সুমধুর,
ফুল ফুটেছে ঐ গাছে গাছে
গন্ধ ছড়ায় বহুদূর।


মিষ্টি মধুর ঐ হাসিতে তোমার
কি যাদু আছে,
তাই তো আমার পাগল এ মন
ছুটে তোমার কাছে।