শীতের শেষে বসন্ত যখন
নতুন আয়োজনে ব্যস্ত,
ঠিক, তখনই, এসেছিলো
ভালোবাসার নীল খামে
হৃদয় রাঙানো, রঙিন চিঠি ।
সেদিন নীল আকাশে ছিলোনা
কালো মেঘের ভেলা ,
দখিনা হাওয়াই ছিলোনা
হৃদয় হারানোর সুর ।
সমস্ত তনু মনে আমার
ছিলো আনন্দ, হিন্দোল ।
বহুদিন পর আজ বারবার
মনে পড়ে যায় তোমাকে–
জীবনের বেলা ভূমিতে দাঁড়িয়ে
সেদিন নতুন করে
স্বপ্ন দেখেছিলাম ।
অনাগত আগামী যেন আমায়
ডেকেছিলো হাতছানিতে,
মনে অফুরন্ত প্রত্যাসা নিয়েে
এগিয়ে যেতে ইচ্ছে করেছিলো
নতুন দিনের সোনালী চত্বরে ।
আমার অন্ধকার হৃদয়ে
যেন ,সেদিন আকাশের বুক চিরে
উঠেছিলো পূর্নিমা চাঁদ ।
মন থেকে মুছে গিয়েছিলো
নিরাশার সব ছবি ।
বহুদিন পর আজ বারবার
এখনো মনে পড়ে
ভালোবাসার নীল খামে
হৃদয় রাঙানো, রঙিন চিঠি ।