আমার সোনার দেশের পতাকায়
যদি কেউ দিতে চায় থাবা,
আমার সুন্দর এই দেশটাকে নিয়ে
যদি কেউ খেলতে চায় দাবা,
তবে, আবার যুদ্ধ হবে।।
আমার এদেশ যদি হায়েনাতে যায় ভরে
ফনা তুলে বিষাক্ত ছোবল কেউ মারে,
কেড়ে নিতে চায় যদি মায়ের ভাষা,
আমার স্বাধীনতা আমার স্বপ্ন আশা,
তবে, আবার যুদ্ধ হবে।।
সবুজ শ্যামল শান্ত সোনালী ফসলে ভরা
আমার বাংলা মায়ের বুকে,
ক্ষত-বিক্ষত করে দিতে চায় যদি কেউ
আমারই সাজানো ঘরে ঢুকে,
তবে, আবার যুদ্ধ হবে।।
আমার দেশের প্রতিটি ইঞ্চি মাটি কেনা
লক্ষ,লক্ষ পবিত্র প্রাণের দামে,
কলুষিত করে দিতে চায় শকুনের চোখ
যদি আসে তিমির রাত্রি নেমে,
তবে, আবার যুদ্ধ হবে।।
মুক্তিযুদ্ধ মুছে দিতে উদ্দ্যত হয় কালো হাত
যদি বীজ বুনে ধ্বংসের,
অন্যায় আর অনাচারের লেলিহান শিখা
ছড়িয়ে দেয় যদি হিংসের,
তবে, আবার যুদ্ধ হবে।।
আবার আসবে ফিরে, সালাম,বরকত,
রফিক,জব্বার,শফিউর,
বায়ান্ন, ছিয়াসট্টি, উনশত্তুর, আর একাত্তুর।
আবার আসবে ফিরে জয়নুল,অবন ঠাকুর
হাজী শরিয়ত, আর তিতুমীর,
রেসকোর্স,বজ্রকন্ঠ,বঙ্গবন্ধু,শেখ মুজিবুর।
আবার যুদ্ধ হবে।।