আমি, তোমাকে পাওয়ার জন্য , জন্ম থেকে জন্মান্তরে,
কোটি কোটি মানুষের মধ্যে , জীবিত অথবা মৃতদের ভীরে ।


অহর্নিশ খুঁজে যাবো তোমাকে
আর বিলিন করে দিবো আমি নিজেকে।


আমি, তোমাকে পাওয়ার জন্য , জলে স্থলে কিংবা উর্ধ্বকাশে,
বিধাতার সৃস্টি সমস্ত ভূ-মন্ডলে , খুঁজে যাবো শুধু তোমারি আশে ।


সারাদিন সারানিশি সৌরজগৎ সম,
খুঁজবে ব্যকুল এ হৃদয় মম।


আমি, তোমাকে পাওয়ার জন্য , বাঁজাবো ইসরাফিলের বাঁশি
মেঘেমেঘে বিদূৎ আর বিকট গর্জনে ,পৃথিবীতে জল ঢেলে দিবো রাশিরাশি ।


আলোতে তোমাকে দেখবো আর গর্জনে ডাকবো,
যদি না পাই দুখ নাই , রংধনু হয়ে আমি হাসবো ।


আমি, তোমাকে পাওয়ার জন্য , জান্নাত থেকে জাহান্নাম,
তন্ন তন্ন করে এফোঁড় ওফোঁড় করে যাবো, যতই হোক না কেন দূর্নাম ।


ফুলের বাগান অথবা আগুনের দাবানল,
এ হৃদয় খুঁজে যাবে তোমাকেই চিরোকাল ।


আমি, তোমাকে পাওয়ার জন্য , যাযাবর হয়ে মরুভূমি পেরিয়ে
ওপারে গিয়ে দেখে আসবো , যদি ভূলক্রমে যাও তুমি হারিয়ে ।


তুমি আমার না হলে ঢেই আর কম্পনে,
কেয়ামত হয়ে যাবে সমস্ত ভূবনে ।