তোমাকে দেখার সাধ হয়--
মাঝে মাঝে, যখন
আনমনে একাকি বসে থাকি
আষাঢ়ের বৃষ্টি ঝড়া কোন সন্ধ্যায় ।


তোমাকে দেখার সাধ হয়--
তারা ভরা রাতে,যখন
দাঁড়িয়ে থাকি,আঙিনার এক পাশে
হাসনা হেনার গন্ধ,দোলা দিয়ে যায় ।


তোমাকে দেখার সাধ হয়--
শ্রাবণের বারি ধারায়,যখন
গোধুলির ক্ষণ যায় ,আঁধারে মিশে
অন্ধকার নামে ধুলির এ ধরায় ।


তোমাকে দেখার সাধ হয়--
একাকি হারিয়ে যাই,যখন
পড়ন্ত বিকেলে সোনালী আলোয়
নিরব প্রকৃতির মাঝে ।


তোমাকে দেখার সাধ হয়---
শীতের ঘন কুয়াসায়,যখন
চারিদিকে ভরে থাকে হিমেল হাওয়া
শিশিরে ভেজা বিমুর্ত প্রকৃতি ।