তুমি কে এলে মোর শূন্য হৃদয়ের অনেক গভীরে-
খুঁজিয়া হলাম দিশেহারা দেখি নাই তাহারে ।।
অচেনা অতিথি র মতন জীবনে এলে মোর তুমি -
শুকনো পাতায় সজীবতা ফিরে পেলাম আমি ।।
জীবনের সবটুকু ভালোবাসা বিলায়ে তোমারে-
পেয়েও হারিয়ে ফেলি কখনো জীবনের আঁধারে ।।
অচেনা ছিলে তুমি ,অতিথি র মতন এলে মোর জীবনে-
কখনো কি হেরিবো তোমায় ,মোর শূন্য দু-নয়নে ।।
যেখানে ই যাই হেরিবো তোমায়, আপন ধেয়ানে বসি-
দিনে রাতে অন্ধকারে,গগনে না যদি উঠিল শশি ।।
তবুও দুঃখ নেই ,জ্বালা -যন্ত্রনা এতটুকু কষ্ট নেই -
চাহিয়া রহিব শূন্যের পানে ,একাকী দাঁড়ায়ে ঠাঁই ।।
প্রিয়তমা,মোর প্রিয়তমা,শুভাশিস তোমার থাকিবে সাথে-
যেখানে ই যাইবে রহিব আমি , তোমারই অাঁখী পাতে ।।
হে,অচেনা অতিথি--তবে কেন ? তুমি এসেছিলে -
নির্বাক রহিয়া তুমি, কেনই বা আবার চলে গেলে ।।
একি ! হইলো দায়, যাহারে ভাবিয়া মনে রেখেছি যতনে-
বুঝিতে পারে নাই সে, চিনে নাই রতনে ।।
প্রেম-ভালোবাসা, মায়া-মমতা রহিল, রহিল তাহার প্রতি-
হৃদয়ের সমস্ত আসন জুড়ে বসে আছে, এক অচেনা অতিথি ।।