বলোতো কে প্রথম ভালোবেসেছি-
না, তুমি বলো-
বলোতো কে প্রথম কাছে এসেছি-
না, তুমি বলো।
পড়ন্ত বিকেলের সেই হাসি মাখা মুখ,
মায়া ভরা চাহনীর সেই কালো চোখ ।
মনে আছে তোমার -
ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষিত মনে,
দুরুদুরু হৃদয়ে নির্বাক থরথর শিহরণে।
মনে পড়ে আমার-
যখন তুমি অনিমেষ অপলক দৃষ্টিতে ,
পাশাপাশি বসে ছুঁয়ে ছিলে আমার হাতে।
মনের মধ্যে এখনও সেই স্মৃতি-
আমিতো তোমার বাঁধ ভাঙ্গা ভালোবাসায়,
হয়েছি পরাজিত নতুন আগামীর আশায়।
কত ভালোবাসা কত অপার ভালোলাগা,
কত গান কত প্রেম কত কত নিশি জাগা।
কত অভিমান কত অশ্রু কত বিরহ সুখে,
কত ভালবাসার শতদল রেখেছি বুকে।
আমি তোমার জন্য জীবন করেছি পূর্ণ,
শত সহস্র বাঁধা বারবার আমি করেছি চূর্ণ ।
ধন্য ধন্য আমি তোমার কারণে নিয়ে জন্ম,
ভালোবাসা পেয়ে পূর্ণ, জীবন হয়েছে ধন্য ।