আমিতো এখনও তোমার জন্য প্রতিক্ষার প্রহর গুনি
সারাক্ষণ দিবানিশি অহর্নিশ ।
এখনও মাঝে মাঝে যখন ভীষণ মনে পড়ে,
তখন ভিজে যায় অজান্তে চোখের কার্নিশ ।
এখনও ফুলগুলো ফোটেনি, পাখিরা গান গায়নি
ছোট্ট শাবকেরা থরথর শিহরণে শীতে।
তুমি আসনি বলে, শিশির ভেজা ঘাসফুল
এখনো অনেক অভিমানে প্রেমানুভুতিতে ।
এখনো প্রবহমান ঝর্না নিশ্চুপ,
কলকল সুরের মূর্ছনা হারিয়ে থমকে আছে নির্বাক,
তুমি আসনি বলে, চাঁদের রূপালী জোছনার আলো
এখনো বিষন্ন মনে হতবাক ।
আমার স্বপ্নেরা এখনো আছে, আমারই মতন নির্লজ্জ
অনেক অপেক্ষায় তোমার জন্য,
তুমি আসনি বলে, চোখ দুটো ছল ছল,
নিথর কন্ঠস্বর, হৃদয়টা বিদীর্ণ ছিন্ন ভিন্ন শূন্য ।
এখনো বালক বালিকারা খেলা ছেড়ে চার দেয়ালে
মনের অজান্তেই করেছে নিজেকে বন্দি ,
তুমি আসনি বলে, সবাই আজ ভুলতে বসেছে
জীবনের মানে, ভুলে গেছে সত্যের সন্ধি ।
তুমি আসনি বলে, বেনিআসহকলা নেই আর-
আকাশে, ফুলে, রংধনুতে ,
সত্যি তুমি আসনি বলে, আমার এই ছন্নছাড়া জীবন
এখনো কাঁদে প্রতিদিন প্রতি রাতে ।
আমার কবিতার বর্ণমালা হয়ে থাকে বিবর্ণ,
এখনো খুঁজে পায়না শব্দের সমাহার,
তুমি আসনি বলে, ভালোবাসা প্রেম উবে গেছে আজ,
এটাই বুঝি ভাগ্য আমার ।