তুমি চাঁদের রূপালী আলো
আর পাহারী ঝর্না ।
তুমি প্রবহমান নদী
আর সাগরের ঊর্মি ।
তুমি নীল আকাশ
আর ঐ দূরের নীলিমা ।
তোমার দীঘল কালো চুল
আর তোমার সমস্ত দেহ,
যেন, দখিনা বাতাসে দোলা লাগা
ভরা ফসলের মাঠ ।
তুমি বরষার অথই পানি
আর গোধূলি লগ্ন ।
যেন অপরূপ সৃষ্টি
তুমি এক বিস্ময় ।