আমিতো তোমারী প্রতিক্ষায়
সাগর সৈকতে একাকি
ক্লান্ত আমি,বড্ড ক্লান্ত
প্রতিক্ষার প্রহর গুনে গুনে ।
তুমি আসবে বলেছিলে
সৈকতে একদিন,
বেলাভূমিতে দাঁড়িয়ে উত্তাল সাগর
অস্তগামী সূর্যকে দেখবে বলেছিলে ।
আমিতো এখনো তোমার প্রতিক্ষায়
গোধূলি লগ্ন পর্যন্ত অপেক্ষা করি,
কিন্তু তুমি আসোনা,
এক সময় নেমে আসে অন্ধকার
বিষাদের কালো মেঘে ছেঁয়ে যায়
সবাই ফিরে যায় আপন নীড়ে
কিন্তু আমি, সৈকতে একাকি
বিষন্নতার ধূলিমেখে
তোমার প্রতিক্ষায় কাটিয়ে
দেই অন্ধকার, তুমি নেই-
তবুও যেন মনে হয়
তুমি আছো, সী-বীচের কাছাকাছি
কোথাও আমারী জন্য-
অপেক্ষায় বসে আছো
ক্লান্ত শরীরে,অথবা আনমনে
কিংবা একটু আধো ঘুমে-।।